কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার | |
সম্ভাব্য পুঁজি: | ৫০০০০০ টাকা থেকে ১০০০০০০ টাকা পর্যন্ত |
সম্ভাব্য লাভ: |
মাসে ৩০ থেকে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব।
|
প্রস্তুত প্রণালি: |
সহজে যাতায়াত করা যায়, এমন জায়গা হলে ভালো। ইন্টেরিয়র ডিজাইন করে আকর্ষণীয় করতে হবে প্রশিক্ষণ কেন্দ্রটি। এরপর স্কুল, কলেজে লিফলেট ছড়িয়ে শিক্ষার্থীদের জানাতে হবে কী কী সুবিধা এখানে পাওয়া যাবে তার বিস্তারিত। হার্ডওয়্যার ক্লাসে হাতে-কলমে শেখানোর জন্য দু-তিনটি নষ্ট সিপিইউ রাখুন। কম্পিউটারের সঙ্গে ইন্টারনেট, প্রিন্টার ও স্ক্যানার সংযোগ রাখুন। দু-তিনজন প্রশিক্ষক নিয়োগ দিয়ে শুরু করুন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।
|
বাজারজাতকরণ: |
শিক্ষার্থী, বেকার ও চাকরিজীবীরা কম্পিউটার সেন্টারের ভোক্তা। ভোক্তারা নিজেরাই সেন্টারে এসে যোগাযোগ করে। তবে ভোক্তার সংখ্যা বাড়াতে প্রতিষ্ঠানের পক্ষে প্রচারপত্র ছড়াতে হবে।
। |
যোগ্যতা: |
কম্পিউটারের বিভিন্ন বিষয় সম্পর্কে দক্ষ হতে হবে। ধৈর্য ও যত সহকারে শেখানোর মানসিকতা থাকতে হবে।
|
রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/idea box
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন