জমি প্রস্তুত করে নিয়ম অনুযায়ী এলোভেরার চারা চাষ করতে হবে । সাধারনত ভেজা মাটিতে এলোভেরা ভালো বাড়ে। নিয়মিত পানি দিতে হয়। ৪ ফুট দুরত্ব রেখে রেখে এলোভেরা চাষ করতে হয়। একটি গাছ থেকে ৬০ থেকে ৭০ টির মতো পাতা বিক্রি করা যায। এছাড়া একটি গাছ থেকে অনেকগুলো গাছ জন্মায়। এরপর উপযুক্ত সময় গাছের পাতা কেটে তা বিক্রয় করতে হবে । তেমন কোন পরিচর্যার দরকার হয় না। তবে বেশি তাপে গাছ মরে যেতে পারে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন