শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

ছোট ব্যবসার ধারনা/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/





Image result for এলোভেরা চাষ

এলোভেরা      চাষ                    

সম্ভাব্য পুঁজি: ১৫০০০০০ টাকা থেকে ২০০০০০০ টাকা পর্যন্ত  
সম্ভাব্য লা:ভ
বছরে ৩-৪ লাখ টাকা আয় হতে পারে ।
সুবিধা:
প্রসাধনী সামগ্রী ও ওষুধের জন্য এলোভেরার চাহিদা ব্যাপক। বিদেশেও এর চাহিদা রয়েছে।





Image result for এলোভেরা চাষ
প্রস্তুত প্রণালি:
জমি প্রস্তুত করে নিয়ম অনুযায়ী এলোভেরার চারা চাষ করতে হবে । সাধারনত ভেজা মাটিতে এলোভেরা ভালো বাড়ে। নিয়মিত পানি দিতে হয়।  ৪ ফুট দুরত্ব রেখে রেখে এলোভেরা চাষ করতে হয়।  একটি গাছ থেকে ৬০ থেকে ৭০ টির মতো পাতা বিক্রি করা যায। এছাড়া একটি গাছ থেকে অনেকগুলো গাছ জন্মায়। এরপর উপযুক্ত সময় গাছের পাতা কেটে তা বিক্রয় করতে হবে । তেমন কোন পরিচর্যার দরকার হয় না। তবে বেশি তাপে গাছ মরে যেতে পারে।Image result for এলোভেরা চাষ
বাজারজাতকরণ:


দেশের চাহিদা মিটিয়ে এলোভেরা  বিদেশেও রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

Image result for এলোভেরা চাষ



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন