রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

বিদেশি ভাষা শেখানোর একাডেমী/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/idea box


বিদেশি ভাষা শেখানোর একাডেমী

সম্ভাব্য পুঁজি:৩০০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত
Image result for বিদেশি ভাষা শেখানোর একাডেমী
সম্ভাব্য লাভ:
মাসে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা।
প্রস্তুত প্রণালি:
যাতায়াতের সুব্যবস্থা  এবং সহজেই দৃষ্টি পড়ে, এমন জায়গা নির্বাচন করতে হবে। তিন থেকে চার কক্ষবিশিষ্ট ৬০০-৮০০ স্কয়ারফুট জায়গা হলেই চলবে। চেয়ার টেবিল, বোর্ড দিয়ে ক্লাসরুম ডেকোরেশন করতে হবে। একটি ফ্রন্টডেস্ক দিয়ে অভ্যর্থনা বা অফিসকক্ষও সাজাতে হবে। এরপর বিভিন্ন ভাষায় পারদর্শী অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দিতে হবে।
বাজারজাতকরণ:
বিদেশি ভাষা শিখতে আগ্রহী সবাই এ প্রতিষ্ঠানের ভোক্তা।
Image result for বিদেশি ভাষা শেখানোর একাডেমী
যোগ্যতা:
একাডেমি পরিচালনায় দক্ষ হতে হবে। ব্যবসার প্রচারে মনোযোগী হওয়া খুবই দরকার। সুনাম ও মানের ব্যাপারে সচেতন থাকতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন