বিদেশি ভাষা শেখানোর একাডেমী | |
সম্ভাব্য পুঁজি: | ৩০০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত |
সম্ভাব্য লাভ: |
মাসে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা।
|
প্রস্তুত প্রণালি: |
যাতায়াতের সুব্যবস্থা এবং সহজেই দৃষ্টি পড়ে, এমন জায়গা নির্বাচন করতে হবে। তিন থেকে চার কক্ষবিশিষ্ট ৬০০-৮০০ স্কয়ারফুট জায়গা হলেই চলবে। চেয়ার টেবিল, বোর্ড দিয়ে ক্লাসরুম ডেকোরেশন করতে হবে। একটি ফ্রন্টডেস্ক দিয়ে অভ্যর্থনা বা অফিসকক্ষও সাজাতে হবে। এরপর বিভিন্ন ভাষায় পারদর্শী অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দিতে হবে।
|
বাজারজাতকরণ: |
বিদেশি ভাষা শিখতে আগ্রহী সবাই এ প্রতিষ্ঠানের ভোক্তা।
|
যোগ্যতা: |
একাডেমি পরিচালনায় দক্ষ হতে হবে। ব্যবসার প্রচারে মনোযোগী হওয়া খুবই দরকার। সুনাম ও মানের ব্যাপারে সচেতন থাকতে হবে।
|
রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
বিদেশি ভাষা শেখানোর একাডেমী/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/idea box
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন