শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

কলাগাছের ছাল থেকে সুতা তৈরি/ ছোট ব্যবসার ধারনা/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/


কলাগাছের ছাল থেকে সুতা তৈরি

সম্ভাব্য পুঁজি:৫০০০০০০ টাকা থেকে ১০০০০০০০ টাকা পর্যন্ত
সম্ভাব্য লাভ:
Image result for কলাগাছের ছাল থেকে সুতা তৈরিমাসে ১০ লাখ থেকে ১৫ লাখ টাকা আয় করা সম্ভব।
সুবিধা:
কলাগাছের ছাল থেকে কাপড় বানানোর তন্তু, দড়ি, শৌখিন জিনিসপত্র এবং তাঁবু বানানোর জন্য উৎকৃষ্ট মানের সুতা বানানো যায়। এ ছাড়াও প্রাকৃতিক তন্তুর মধ্যে এটিই সবচেয়ে শক্ত, এর আর্দ্রতা ধরে রাখা এবং ত্যাগ করার ক্ষমতা অত্যন্ত চমৎকার।

প্রস্তুত প্রণালি:
এতে ব্যবহৃত প্রযুক্তি অত্যন্ত সহজ এবং এটি সহজলভ্য। কর্মীরা সামান্য প্রশিক্ষণের মাধ্যমেই মেশিনগুলো ব্যবহার করে সুতা উৎপাদনে সক্ষম হবে।
বাজারজাত
করণ:
নানা রকম ফ্যাশন-পণ্য তৈরি করে সরাসরি এবং অন্যান্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের মাধ্যমে বিপণন করা হবে।

Image result for কলাগাছের ছাল থেকে সুতা তৈরি
যোগ্যতা:
সুতা উৎপাদনের এই বিশেষ প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ নিতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন