শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

টেরাকোটা/ টাইলস তৈরী/ছোট ব্যবসার ধারনা/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/idea box


টেরাকোটা/ টাইলস তৈরী

সম্ভাব্য পুঁজি:৫০০০০ -১০০০০০ টাকা পর্যন্ত

Image result for টেরাকোটা/ টাইলস তৈরী
সম্ভাব্য লাভ:
মাসে ১৫ - ২০ হাজার টাকা আয় করা সম্ভব।
সুবিধা:
কংক্রিট বা টাইলসকে পেছনে রেখে মাটির তৈরি টেরাকোটা বিশ্ব বাজারে ব্যাপক সমাদৃত। এর রপ্তানি সম্ভাবনা উজ্জ্বল।

Image result for টেরাকোটা/ টাইলস তৈরী
প্রস্তুত প্রণালি:
সাধারণত শুকনো মৌসুম টেরাকোটা তৈরির উপযুক্ত সময়। প্রথমে এটেল মাটি সংগ্রহের পর কারিগর হাত দিয়ে এসব টেরাকোটার নকশা করেন।প্রথমে কাঠের একটা ৫'*৩' ট্রে বানালাম।মাটিতে প্রথমে ছবিটা আঁকি। তারপর হাত, চামচ, চাকু ব্যবহার করে উচুনিচু শেপ দেই। পুরোপুরি শক্ত হওয়ার আগেই স্কেল দিয়ে মেপে ১০"*১০" সাইজে ৬ টুকরা করে কেটে নিই। বাড়ির কাজ করার জন্য মাটি খুড়েছে। সেখান থেকে দুইবস্তা মাটি আনি। মাটিটা প্রচুর আঠালো কিন্তু দানা দানা প্রচুর।  রোদে শুকানোর পর চুল্লিতে  পোড়ানো হয়। তাপ সমান রেখে ১৬ ঘন্টা বিশেষ নিয়মে পোড়াতে হয়।
*কি ধরনের মাটি প্রয়োজন?

*মাটি কিভাবে প্রস্তুত করে?

*কতক্ষন শুকাতে হয়?

*কিভাবে পোড়ানো হয়?

বাজারজাত
করণ:
বিদেশে এর প্রচুর চাহিদা থাকায় বিদেশীরাই টেরাকোটার প্রধান ভোক্তা। দেশেও এর চাহিদা রয়েছে। শোপিচের দোকানগুলোতে টেরাকোটার বিক্রি খুবই ভালো। দিন দিন শহরে এর কদর বাড়ছে।

Image result for টেরাকোটা/ টাইলস তৈরী
যোগ্যতা:
শৈল্পিক দক্ষতা ছাড়া আর বিশেষ কোন দক্ষতার প্রয়োজন নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন