শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

লন্ড্রি ব্যবসা/ ব্যবসার ধারনা/ পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/idea box

লন্ড্রি ব্যবসা


লন্ড্রি

অল্প পুঁজি দিয়ে যেসব ব্যবসা করা সম্ভব তার মধ্যে লন্ড্রি ব্যবসা অন্যতম। কাপড় ব্যবহারের পর সেটা ধুতে হয় এবং তারপর কাপড়টিকে টান টান করার জন্য ইস্ত্রি করতে হয়। নিজের বাড়িতে যদি কেউ কাপড় ধোয়া ও ইস্ত্রি করার কাজটি না করতে চায় সেক্ষেত্রে লন্ড্রি দোকানে দেওয়া যেতে পারে। লন্ড্রি দোকানে নির্দিষ্ট টাকার বিনিময়ে কাপড় ধোয়া ও ইস্ত্রি করা হয়।

লন্ড্রি ব্যবসা

Image result for লন্ড্রি ব্যবসা




অল্প পুঁজি দিয়ে যেসব ব্যবসা করা সম্ভব তার মধ্যে লন্ড্রি ব্যবসা অন্যতম। কাপড় ব্যবহারের পর সেটা ধুতে হয় এবং তারপর কাপড়টিকে টান টান করার জন্য ইস্ত্রী করতে হয়। নিজের বাড়িতে যদি কেউ কাপড় ধোয়া ও ইস্ত্রী করার কাজটি না করতে চায় সেক্ষেত্রে লন্ড্রি দোকানে দেওয়া যেতে পারে। লন্ড্রি দোকানে নির্দিষ্ট টাকার বিনিময়ে কাপড় ধোয়া ও ইস্ত্রী করা হয়। যে কোন ব্যক্তি লন্ড্রি ব্যবসার মাধ্যমে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।


 

বাজার সম্ভাবনা  
বর্তমান সময়ে সব মানুষই নিজের পোশাকের ব্যাপারে বেশ সচেতন। পোশাকের সৌন্দর্য বাড়াতে সেগুলো ধোয়ার পর ইস্ত্রী করা প্রয়োজন। কাপড় ধোয়া ও ইস্ত্রীর জন্য লন্ড্রি ব্যবসার বেশ চাহিদা রয়েছে। আবাসিক এলাকাতে বা বাজারে লন্ড্রি দোকান করা যেতে পারে।
Image result for লন্ড্রি ব্যবসা

মূলধন
 
আনুমানিক ৫০০০-৬০০০ টাকা মূলধন নিয়ে লন্ড্রি ব্যবসা শুরু করা সম্ভব। বড় আকারে লন্ড্রি ব্যবসা শুরু করতে নিজের কাছে যদি প্রয়োজনীয় পুঁজি না থাকে তবে ঋণদানকারী ব্যাংক( থেকে শর্ত সাপেক্ষে স্বল্প সুদে ঋণ নেওয়া যেতে পারে।

প্রয়োজনীয় উপকরণ, পরিমাণ, মূল্য  
  • স্থায়ী যন্ত্রপাতি 
উপকরণ 
পরিমাণ 
আনুমানিক  মূল্য

ইস্ত্রী
১টি
৬৫০-৭০০ টাকা
টেবিল
১টি
১৭০-২০০ টাকা
শেলফ্
১টি
১৫০-১৭০ টাকা
বালতি
১টি
৫০-৫৫ টাকা

বাটি
১টি
২০-২৫ টাকা
                          মোট=১০৪০-১১৫০ টাকা

  • কাঁচামাল 
লন্ড্রী ব্যবসার জন্য তেমন কোন কাঁচামালের প্রয়োজন নেই। তবে কাপড় ধোয়ার ব্যবস্থা থাকলে সাবানের প্রয়োজন হবে

        লন্ড্রি পরিচালনার নিয়ম
    • নির্দিষ্ট সময়ে কাপড় সরবরাহ
    অর্ডারী কাপড় যে সময়ে ফেরত দেবার কথা সেই সময়েই দিতে হবে। বিদ্যুৎ না থাকার কারণে কাপড় দিতে দেরি হলে সেটা কাস্টমারকে বুঝিয়ে বলতে হবে। লন্ড্রি ব্যবসা চালাতে কিছু নিয়ম কানুন মেনে চললে ভালো হয়।
    • দাম নির্ধারণ 
    লন্ড্রীতে কাপড় ধোয়া বা ইস্ত্রী করার দামের ক্ষেত্রে বেশি লাভের আশা করা যাবে না। দাম বেশি রাখলে কাস্টমার কম আসে। নিজের খরচ থেকে সামান্য বেশি দাম রাখা যেতে পারে তাতে করে আয় বেশি হবে।
    • ব্যবহার 
    দোকানদারকে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার পেলে কাস্টমার বেশি হবার সম্ভাবনা থাকে।
    • হিসাব নিকাশ ঠিক রাখা 
    দোকানের প্রতিদিনের আয় প্রতিদিন হিসাব রাখলে ভালো হয়। মনে রাখার সম্ভব না হলে টুকে রাখতে হবে। সেজন্য একটা খাতা বানানো প্রয়োজন তাহলে প্রতিদিন টাকা পয়সা হিসাব রাখা সহজ হবে।
    • তালিকা করা 
    দোকানে বিভিন্ন ধরণের কাপড় ধোয়া ও ইস্ত্রী করার দামের তালিকা রাখা ভালো। এ তালিকাটি দোকানের দেয়ালে লাগিয়ে রাখা যেতে পারে; তাহলে সবাই এক নজর দেখে তাদের প্রয়োজন মত কাপড় ধুতে বা ইস্ত্রী করতে দিতে পারে।
    • ইস্ত্রী করার কৌশল 
    ইস্ত্রীগুলোতে সিল্ক, কটন, উল ইত্যাদি সংকেত থাকে। যখন যে ধরণের কাপড় ইস্ত্রী করা হবে তখন সে সংকেত অনুযায়ী ইস্ত্রী করতে হবে।

    • সাবধানতা
    যেহেতু লন্ড্রি ব্যবসায় বিদ্যুতের ব্যবহার হয় তাই এ কাজে সাবধান থাকতে হবে, যেন বিদ্যুত শক্ না করে।

    আনুমানিক আয় ও লাভের পরিমাণ
    • খরচ
    স্থায়ী যন্ত্রপাতির অবচয় (ক্ষতি) বাবদ
    ৫-৬ টাকা
    বিদ্যুৎ বাবদ (মাসিক)
    ১৪০০-১৫০০ টাকা
    দোকান ভাড়া বাবদ (গ্রামে)
    ৮০০-১০০০ টাকা
                                           মোট=২২০৫-২৫০৬ টাকা
               
    • আয়
    মানিকগঞ্জের মাঠকর্মের তথ্য অনুযায়ী
    ১টি লন্ড্রি দোকানে মাসে আয় 
    ৫০০০-৫৫০০ টাকা

    • লাভ
    মোট আয়
    ৫০০০-৫৫০০ টাকা
    মোট খরচ
    ২২০৫-২৫০৬ টাকা
                               লাভ=২৭৯৫-২৯৯৪ টাকা
    তবে স্থানভেদে এর কম বা বেশি লাভ হতে পারে।

    সম্ভাব্য পুঁজি:৫০০০০ টাকা থেকে ১০০০০০০ টাকা পর্যন্ত
    সম্ভাব্য লাভ:
    এ ব্যবসায় দিনে ৮০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।
    প্রস্তুত প্রণালি:
    লন্ড্রি ব্যবসায় আসলে সেবা বিক্রি করা হয়। ভোক্তাগন তাদের ব্যবহৃত পোশাক সাধারণত লন্ড্রিতে নিয়ে আসেন ধোলাই এবং ইস্ত্রি করাবার জন্য। কাপড়ের ধরণ অনুযায়ী ইস্ত্রি করতে হয়। বেশি শুকনো কাপর হলে ইস্ত্রি করার আগে একটু পানি ছিটিয়ে নিতে হয়। প্রচুর চাহিদার কারণে প্রায় প্রতিবছর লন্ড্রি চার্জ বাড়ছেই।
    যোগ্যতা:
    সেবামূলক প্রতিষ্ঠান বলে ভালো ব্যবহার আশা করেন সবাই। প্রয়োজনে বাড়তি একটা লোক রেখে হোম সার্ভিস দিতে পারেন। এছাড়া বিশেষ কোন যোগ্যতার দরকার নেই। দু’একদিনের প্রশিক্ষনেই এ ব্যবসা করা সম্ভব।



    স্থায়ী উপকরণগুলো একবার কিনলে অনেকদিন ধরে কাজ করা যাবে। যে কোন ব্যক্তি অল্প পুঁজিতে এ ব্যবসা করে লাভবান হতে পারেন।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন