বিউটি পার্লার ব্যবসা
অল্প সময়ে ত্বক, চুল, শরীরের বিভিন্ন যত্নের পাশাপাশি সাজগোজ করে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য পার্লারে যেতে হয়ে। বড় বড় শহর ছাড়া গ্রামের নারীদের কাছেও পার্লারের বেশ চাহিদা দেখা যায়। বিউটি পার্লারগুলো সাধারণত আবাসিক এলাকাতেই হয়ে থাকে, যেন মেয়েরা সহজেই পার্লারে আসতে পারে। আবার অনেক সময় বাজারেও পার্লার দেয়া যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে সেটা যেন নিরাপদ স্থানে হয়।
বিউটি পার্লার
ছেলেদের পাশাপাশি মেয়েরাও এখন ছোট-খাট বিভিন্ন ধরণের ব্যবসার মাধ্যমে সংসারের আয় বৃদ্ধি করছে। সংসারের অন্যান্য কাজের পাশাপাশি যেকোন নারী বিউটি পার্লার ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন। বিউটি পার্লার বলতে এমন একটি স্থানকে বোঝায় যেখানে নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে পেশাদার কর্মীরা ত্বক, চুল, নখ ইত্যাদির যত্ন নিয়ে থাকে। ঘর ভাড়া করে বা নিজের বাড়িতেও বিউটি পার্লার ব্যবসা শুরু করা যায়।
বর্তমানে নারীরা ঘরে বাইরে দু’জায়গাতেই সমান ব্যস্ত। এ ব্যস্ততার মাঝে নিজের যত্ন নেয়ার সময় পায় না। তাই অল্প সময়ে ত্বক, চুল, শরীরের বিভিন্ন যত্নের পাশাপাশি সাজগোজ করে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য পার্লারে যেতে হয়ে। বড় বড় শহর ছাড়া গ্রামের নারীদের কাছেও পার্লারের বেশ চাহিদা দেখা যায়। বিউটি পার্লারগুলো সাধারণত আবাসিক এলাকাতেই হয়ে থাকে, যেন মেয়েরা সহজেই পার্লারে আসতে পারে। আবার অনেক সময় বাজারেও পার্লার দেয়া যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে সেটা যেন নিরাপদ স্থানে হয়। বিউটি পার্লার যেহেতু শুধু নারীদের সাজানোর ও যত্নের জন্য তাই এখানে পুরুষদের প্রবেশাধিকার সম্পূর্ণ নিষেধ হয়ে থাকে।বাজার সম্ভাবনা
মূলধন
আনুমানিক ৩০০০ টাকার স্থায়ী উপকরণ এবং ১৫০০ থেকে ২০০০ টাকার অস্থায়ী উপকরণ নিয়ে ছোট আকারে প্রাথমিকভাবে বিউটি পার্লার ব্যবসা শুরু করা যেতে পারে। বিউটি পার্লার ব্যবসা শুরু করতে যদি নিজের কাছে প্রয়োজনীয় পুঁজি না থাকে তাহলে স্থানীয় ঋণদানকারী ব্যাংক(থেকে শর্ত সাপেক্ষে স্বল্প সুদে ঋণ নেয়া যেতে পারে।
প্রশিক্ষণ
স্থানীয় বিউটি পার্লারগুলোতে প্রশিক্ষণের ব্যবস্থা থাকে। সেখানে নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে প্রশিক্ষণ নেয়া যেতে পারে। গ্রাম বা শহর অঞ্চলভেদে পার্লার প্রশিক্ষণের ফি-এর পরিমাণও কম-বেশি হয়।
প্রয়োজনীয় উপকরণ, পরিমাণ, মূল্য ও প্রাপ্তিস্থান
- স্থায়ী উপকরণ
উপকরণ
|
পরিমাণ
|
আনুমানিক মূল্য (টাকা)
|
প্রাপ্তিস্থান
|
আয়না (বড়)
|
২টি
|
২০০-২৫০
|
কসমেটিকস্ এর দোকান
|
চিরুনী (সাধারণ)
|
২টি
|
২০-২২
|
কসমেটিকস্ এর দোকান
|
চিরুনী (বিশেষ)
|
২টি
|
৪০-৪২
|
কসমেটিকস্ এর দোকান
|
কাঁচি (চিকন মাথা)
|
১টি
|
১৫-১৮
|
কসমেটিকস্ এর দোকান
|
কাঁচি (বড়)
|
১টি
|
৭০-৮০
|
কসমেটিকস্ এর দোকান
|
চুল শুকানো মেশিন
|
১টি
|
৮০০-৮৫০
|
ইলেকট্রিক যন্ত্রের দোকান
|
স্টিম মেশিন
|
১টি
|
৫৫০-৬০০
|
ইলেকট্রিক যন্ত্রের দোকান
|
মেনি-পেডিকিউর সেট
|
১টি
|
২০০-২৫০
|
কসমেটিকের দোকানে
|
চুলের স্প্রে
|
১টি
|
৪০-৫০
|
কসমেটিকের দোকানে
|
তোয়াল
|
২টি
|
৪০-৫০
|
হোসিয়ারীর দোকান
|
কান ফোড়ানো মেশিন
|
১টি
|
৯০০-১০০০
|
ইলেকট্রিক যন্ত্রের দোকান
|
মোট=২৮৭৫-৩২১২ টাকা
|
- কাঁচামাল
উপকরণ
|
পরিমাণ
|
আনুমানিক মূল্য (টাকা)
|
প্রাপ্তিস্থান
|
মেক ওভার সেট
|
১টি
|
৫০০-৫৫০
|
কসমেটিকস্ দোকান
|
ফেসিয়াল প্যাক
|
১টি
|
১০০-১১০
|
কসমেটিকস্ দোকান
|
ফাউন্ডেশন
|
১টি
|
১৫০-১৬০
|
কসমেটিকস্ দোকান
|
শ্যাম্পু
|
১টি
|
১০০-১১০
|
কসমেটিকস্ দোকান
|
ব্লিচ ক্রিম
|
১টি
|
১০০-১২০
|
কসমেটিকস্ দোকান
|
লিপ লাইনার
|
১টি
|
৫০-৫৫
|
কসমেটিকস্ দোকান
|
লিপস্টিক
|
২টি
|
২০০-২১০
|
কসমেটিকস্ দোকান
|
টিপ
|
১পাতা
|
১০-১৫
|
কসমেটিকস্ দোকান
|
ক্লিপ
|
১ পাতা
|
৮-১০
|
কসমেটিকস্ দোকান
|
হেনা প্যাক
|
১টি
|
৪০-৫০
|
কসমেটিকস্ দোকান
|
সুতা
|
১টি
|
৪-৬
|
কসমেটিকস্ দোকান
|
ফেস পাউডার
|
১টি
|
৫০-৫৫
|
কসমেটিকস্ দোকান
|
ক্রিম
|
১টি
|
৪৫-৫০
|
কসমেটিকস্ দোকান
|
মোট=১৩৬২-১৫০০ টাকা
|
পার্লারে কি সেবা দেয়া হয়
- মেয়েরা বিভিন্ন ডিজাইনে চুল কাটানোর জন্য পার্লারে আসে। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় চুলের আগা গোল করা, ‘ভি’ আকৃতির করা, স্টেপ করা, লেয়ার করা ইত্যাদি।
- মুখের ত্বককে পরিস্কার করার জন্য ফেসিয়াল করা হয়। এছাড়া মুখের রঙ উজ্জল করার জন্য বিভিন্ন প্রসাধন ব্যবহার করা হয়।
- বিভিন্ন প্রসাধনের মাধ্যমে হাত পায়ের যত্ন নেয়া হয়।
- নানা রকম উৎসবকে সামনে রেখে হাতে মেহেদি লাগানো হয় ।
- চুলে রঙ করা হয়। সাদা চুল কালো, কালো চুল বাদামী, লালচে করা হয়।
- বিয়ে বা অন্যান্য যে কোন উৎসব উপলক্ষে উৎসবের ধরণ অনুযায়ী সাজানো হয়।
- আই ভ্রু সুন্দর, চিকন আকৃতির করার জন্য প্লাক করা হয়।
- বিভিন্ন ভেষজ উপাদান, তেল, মেহেদী দিয়ে চুলের যত্ন করা হয় ইত্যাদি ।
পার্লার পরিচালনার নিয়ম
বিউটি পার্লার পরিচালনার জন্য বেশ কিছু নিয়ম মেনে চললে ভালো হয়। এগুলো মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ
সুন্দর ব্যবহার
পার্লারে যারা সেবা নিতে আসে তাদের সাথে ভালো ব্যবহার করা উচিত। বেশি ভীড় হয়ে গেলে বিনয়ের সাথে তাদেরকে অপেক্ষা করতে বলতে হবে এবং যে আগে আসবে তার কাজটি আগে করতে হবে অর্থাৎ সিরিয়াল মেনে কাজ করলে ভালো হয়।
তালিকা করা
পার্লারে যেসব সেবা দেয়া হয় তার একটি তালিকা করা যেতে পারে এবং প্রত্যেকটির পাশে চার্জের পরিমাণও উল্লেখ করতে হবে। তাহলে যার যার সাধ্য অনুযায়ী সেবা নিতে পারবে।
যথার্থমূল্য নির্ধারণ
এলাকার মানুষের আর্থিক সঙ্গতি ভেদে পার্লারের বিভিন্ন সেবার দামের ও তারতম্য হয়ে থাকে। তবে সব ক্ষেত্রেই দামটি ন্যায্য হতে হবে। অতিরিক্ত লাভ করার মানসিকতা ত্যাগ করলে ভালো হয়।
প্রসাধন বিক্রি
অনেক সময় পার্লারে ত্বকের যত্নের বা সাজ গোজের জন্য বিভিন্ন প্রসাধনও বিক্রি করা হয়। যারা সেবা নিতে আসে এখান থেকে তারা সহজেই প্রয়োজনীয় উপকরণ পেতে পারেন।
সতর্কতা
- পার্লারে সাধারণত ছেলেদের প্রবেশ করতে দেয়া হয় না পার্লারের দরজায় তালার ব্যবস্থা করলে ভালো হয় এবং লোক আসলে আগে পরিচয় জেনে তারপর দরজা খোলা উচিত।
- পার্লারে ত্বক ও চুলের যত্নে যে সব প্রসাধন ব্যবহার করা হবে তা যেন ভালো কোম্পানির মানসম্পন্ন পণ্য হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
- অনেক সময় পার্লারের সামনে ছেলেদের আড্ডা বসতে পারে। এতে করে মেয়েরা আসতে কুন্ঠাবোধ করে; এ ধরণের আড্ডা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
আনুমানিক আয় ও লাভের পরিমাণ
- খরচ (এক মাসের জন্য)
মাসিক কাঁচামালের খরচ
|
১৩৬২-১৫০০ টাকা
|
স্থায়ী উপকরণের অবচয় (ক্ষতি) বাবদ খরচ
|
১০-১৫ টাকা
|
অন্যান্য খরচ(আনুমানিক)
|
১২০০-১৫০০ টাকা
|
বিদ্যুৎ ও অন্যান্য
|
১৫০০-১৬০০ টাকা
|
মোট= ২৫৭২ থেকে ৩০১৬
|
- আয়
কাজ |
পরিমাণ
|
আনুমানিক মূল্য (টাকা)
|
চুল কাটা |
১১টি
|
(১১X১০০)=১১০০
|
ফেসিয়াল |
২টি
|
(২X১২০)=২৪০
|
ভ্রু প্লাক |
৬টি
|
(৬X২৫)=১৫০
|
বউ সাজানো |
১টি
|
(১X৫০০)=৫০০
|
চুলে মেহেদি লাগানো |
৩টি
|
(৩X৬০)=১৮০
|
ব্লিচ করা |
২টি
|
(২X১০০)=২০০
|
কান ফোঁড়ানো |
৩টি
|
(৩X১০০)=৩০০
|
চুল সোজা করা |
২টি
|
(২X৬০০)=১২০০
|
পার্টি মেকআপ |
২টি
|
(২X৩০০)=৬০০
|
নাক ফোঁড়ানো |
২টি
|
(২X৭০)=১৪০
|
পেডি কিউর ও মেনিকিউর |
(৩X৭০)=২১০
| |
মোট=৪৮২০ টাকা |
- লাভ
মাসিক লাভ আনুমানিক (আয়-খরচ)=২২৪৮ থেকে ১৮০৪ টাকা
ছোট আকারের একটি বিউটি পার্লারের মাসিক আয় হয় আনুমানিক ১৮০৪ থেকে ২২৪৮ টাকা। তবে এর কম বা বেশি লাভ হতে পারে।
|
বর্তমানে বিউটি পার্লারের চাহিদা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। বিউটি পার্লারে কাজ শুরু করার আগে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। ভাল সেবা দিলে গ্রাহকের সংখ্যাও দিন দিন বাড়বে ফলে লাভের পরিমাণও বেশি হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন