পাওয়ার টিলারে জমি চাষের ব্যবসা
পাওয়ার টিলারে জমি চাষের ব্যবসা
পুঁজির পরিমাণ বেশি থাকলে পাওয়ার টিলার কিনে জমি চাষের ব্যবসা শুরু করা যেতে পারে। অন্যান্য কাজের পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সময়ে জমি চাষ করে বাড়তি আয় করা সম্ভব। বর্তমানে আমাদের দেশে গরু-লাঙ্গলের পরিবর্তে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হচ্ছে। পাওয়ার টিলার দিয়ে অল্প সময়ে অধিক পরিমাণ জমি চাষ করা সম্ভব।
বাজার সম্ভাবনা
অল্প সময়ে বেশি জমি চাষের জন্য অধিকাংশ কৃষকই বর্তমানে পাওয়ার টিলারে জমি চাষে আগ্রহী। তবে প্রত্যেকেরই নিজের পাওয়ার টিলার কেনার সামর্থ্য থাকে না। তাই যে কোন ব্যক্তি পাওয়ার টিলার কিনে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে অন্যের জমি চাষ করে আয় করতে পারেন।
মূলধন
আনুমানিক ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূলধন নিয়ে পাওয়ার টিলারের ব্যবসা শুরু করা সম্ভব। পাওয়ার টিলার কেনার জন্য প্রয়োজনীয় পুঁজি না থাকলে ঋণদানকারী ব্যাংক(সোনালী ব্যাংক, জনতা ব্যাংক , রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক)বা বেসরকারি প্রতিষ্ঠান (আশা, গ্রামীণ ব্যাংক, ব্রাক, প্রশিকা) থেকে শর্ত সাপেক্ষে স্বল্প সুদে ঋণ নেওয়া যেতে পারে।
প্রশিক্ষণ
পাওয়ার টিলারে জমি চাষের জন্য এটি চালানোর নিয়ম-কানুনগুলো ঠিকমত জানতে হবে। পাওয়ার টিলার চালাতে পারেন এমন কোন ব্যক্তির কাছ থেকে ধারণা নিয়ে পাওয়ার টিলারে জমি চাষের ব্যবসা শুরু করা সম্ভব।
প্রয়োজনীয় উপকরণ, পরিমাণ, মূল্য ও প্রাপ্তিস্থান
- স্থায়ী যন্ত্রপাতি
উপকরণ
|
পরিমাণ
|
আনুমানিক মূল্য (টাকা)
|
প্রাপ্তিস্থান
|
পাওয়ার টিলার
|
১টি
|
৯০০০০-১০০০০০
|
কৃষি যন্ত্রপাতি বিক্রির দোকান
|
বেল্ট
|
১টি
|
৩০০-৫০০
|
কৃষি যন্ত্রপাতি বিক্রির দোকান
|
পেছনের চাকার বিয়ারিং |
২টি
|
১৩০-২০০
|
কৃষি যন্ত্রপাতি বিক্রির দোকান
|
ওয়েলসেট |
২টি
|
৩৫-৬০
|
কৃষি যন্ত্রপাতি বিক্রির দোকান
|
বুশ |
২টি
|
২০০-২৮০
|
কৃষি যন্ত্রপাতি বিক্রির দোকান
|
মোট=৯০৬৬৫-১০১০৪০ টাকা
|
· কাঁচামাল
উপকরণ
|
পরিমাণ
|
আনুমানিক মূল্য (টাকা)
|
প্রাপ্তিস্থান
|
ডিজেল
|
৯ লিটার
|
৩৯৬-৪০০
|
তেলের দোকান
|
মবিল
|
১.৫ লিটার
|
১৮০-২০০
|
তেলের দোকান
|
মোট=৫৭৬-৬০০ টাকা
|
জমি চাষের নিয়ম
পাওয়ার টিলার দিয়ে শুকনা ও কাঁদাযুক্ত দু’ধরণের জমিই চাষ করা হয়। শুকনা জমি চাষ করতে সময় কম ব্যয় হয়। যেমন ১ বিঘা শুকনা জমি চাষ করতে ৪৫ মিনিট সময় লাগে অন্যদিকে কাঁদাযুক্ত ১ বিঘা জমি চাষ করতে দেড় ঘণ্টা সময় ব্যয় হয়। কাঁদা পানিযুক্ত জমি একদিনে ৮-১০ বিঘার বেশি চাষ করা যায় না।
আনুমানিক আয় ও লাভের পরিমাণ
- খরচ
স্থায়ী যন্ত্রপাতির অবচয় (ক্ষতি) বাবদ
|
১৯৫-২০০ টাকা
|
কাঁচামাল বাবদ
|
৫৭৬-৬০০ টাকা
|
মোট=৭৭১-৮০০ টাকা
|
- আয়
ঘন্টায় ২০ শতাংশ জমি চাষ করা হলে প্রতিদিন ৮ ঘণ্টা জমি চাষ করা গেলে মোট জমি চাষ করা যায় ১৬০ শতাংশ বা ৪.৫ বিঘা।
১ শতাংশ জমি চাষ করে আয়
|
১০ টাকা
|
১৬০ শতাংশ জমি চাষ করে আয়
|
১৬০০ টাকা
|
- লাভ
১ দিন বা ৮ ঘণ্টায় মোট আয়
|
১৬০০ টাকা
|
১ দিন বা ৮ ঘণ্টায় মোট খরচ
|
৭৭১-৮০০ টাকা
|
লাভ=৮২৯-৮০০ টাকা
অর্থাৎ লাভ ৮০০-৮২৯ টাকা। তবে সময় ও স্থানভেদে এর কম বা বেশি লাভ হতে পারে। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন