শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

প্লাস্টিকের খেলনা তৈরি /ছোট ব্যবসার ধারনা/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/idea box

প্লাস্টিকের খেলনা তৈরি 

বর্তমান যুগে প্লাস্টিক পণ্যের বেশ চাহিদা রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে অনেক পণ্যসামগ্রী প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। বাচ্চাদের খেলার জন্য প্লাস্টিক দিয়ে বিভিন্ন ধরনের খেলনাসামগ্রী তৈরি করা হয়। প্লাস্টিক দিয়ে যেসব খেলনা তৈরি করা হয় তার মধ্যে- বল, পুতুল, গাড়ি, প্লেন, পিস্তল ইত্যাদি উল্লেখযোগ্য। আবার এগুলো তৈরির পদ্ধতিও বেশ সহজ।

Image result for প্লাস্টিকের খেলনা তৈরি

প্লাস্টিকের খেলনা তৈরি
 বর্তমান যুগে প্লাস্টিকের পণ্যের বেশ চাহিদা রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে অনেক পণ্য সামগ্রী প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। বাচ্চাদের খেলার জন্য প্লাস্টিক দিয়ে বিভিন্ন ধরণের খেলনা সামগ্রী তৈরি করা হয়। প্লাস্টিক দিয়ে যেসব খেলনা তৈরি করা হয় তার মধ্যে- বল, পুতুল, গাড়ি, প্লেন, পিস্তল ইত্যাদি উল্লেখযোগ্য। আবার এগুলো তৈরির পদ্ধতিও বেশ সহজ।
বাজার সম্ভাবনা
বাচ্চাদের খেলনা সামগ্রী তৈরির ক্ষেত্রে প্লাস্টিকের বিকল্প নেই কারণ প্লাস্টিকের খেলনা সহজে ভাঙ্গে না এবং কম দামেই ছোটখাট খেলনা পাওয়া যায়। দামে সস্তা ও রঙিন প্লাস্টিকের খেলনা গ্রাম বা শহর দুই জায়াগার বাচ্চাদের কাছেই সমান জনপ্রিয়। উন্নতমানের প্লাস্টিক দিয়ে খেলনা তৈরি করতে পারলে বিদেশেও রপ্তানী করা সম্ভব।
Image result for প্লাস্টিকের খেলনা তৈরি
মূলধন
আনুমানিক ২৫০০০-30000 টাকার মূলধন নিয়ে প্লাস্টিকের খেলনা তৈরি ব্যবসা শুরু করা যায়। প্লাস্টিকের খেলনা তৈরি ব্যবসা শুরু  করতে যদি নিজের কাছে প্রয়োজনীয় পুঁজি না থাকে তাহলে স্থানীয় ঋণদানকারী ব্যাংক বা বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) থেকে শর্ত সাপেক্ষে স্বল্প সুদে ঋণ নেয়া যেতে পারে।
প্রশিক্ষণ
প্লাস্টিকের খেলনা তৈরি শেখার জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয়। এজন্য সবচেয়ে ভাল হয় বড় বড় কারখানাগুলোর সাথে যোগাযোগ করা। প্লাস্টিকের খেলনা তৈরির ব্যবসা করে এমন কোন অভিজ্ঞ লোকের সাথে যোগাযোগ করেও এ ব্যবসা শুরু করা সম্ভব।
প্রয়োজনীয় উপকরণ, পরিমাণ, মূল্য ও প্রাপ্তিস্থান
  • স্থায়ী উপকরণ
উপকরণ
 পরিমাণ
আনুমানিক মূল্য (টাকা)
প্রাপ্তিস্থান
স্ট্যাম্প মেশিন
১টি
২৫০০-২৬০০
যন্ত্রপাতি বিক্রির দোকান
ডাইস
৫টি
৬০০০-৬১০০
যন্ত্রপাতি বিক্রির দোকান
টেবিল
২টি
১০০০-১১০০
কাঠের দোকান
হাত পাম্প মেশিন
৩টি
৬০০-৬৫০
যন্ত্রপাতি বিক্রির দোকান
ফাইলিং মেশিন
১টি
১০০০-১১০০
যন্ত্রপাতি বিক্রির দোকান
মোট=১১১০০-১১৫৫০ টাকা

  • কাঁচামাল (২৮৭ গ্রোস মাল তৈরির জন্য)
উপকরণ
 পরিমাণ
আনুমানিক মূল্য (টাকা)
প্রাপ্তিস্থান
মারলেস পাউডার
১৫০ পাউন্ড
৩৯০০-৪০০০
রাসায়নিক দ্রব্য বিক্রির দোকান
এল গাথেন পাউডার
৬০ পাউন্ড
১৫০০-১৬০০
রাসায়নিক দ্রব্য বিক্রির দোকান
পি পি পাউডার
৩০ পাউন্ড
৭৫০-৮০০
রাসায়নিক দ্রব্য বিক্রির দোকান
রিপিট
৩০ কেজি
৭৫০-৮০০
রাসায়নিক দ্রব্য বিক্রির দোকান
ব্যাগ/ প্যাকেজিং
১০ পাউন্ড
২৮০-৩০০
হার্ডওয়ারের দোকান
রশি
৩ বান্ডিল
১০৫-১১৫
হার্ডওয়ারের দোকান
চায়না রং
(লাল, নীল, রূপালী)
২০০ গ্রাম
করে
৯০-১০০
হার্ডওয়ারের দোকান
মোট= ৭৩৪৫-৭৭১৫ টাকা

  খেলনা তৈরির নিয়ম
  1. প্লাস্টিকের খেলনা তৈরির ক্ষেত্রে প্রথমে দানা গুলোকে মেশিনের হাপরের মধ্যে ঢালতে হবে।
  2. এরপর হাওয়া মেশিন চালাতে হবে। যখন সিলিন্ডারে পিস্টনের চাপ পড়ে তখন প্লাস্টিক গরম হয়ে তরল আকারে বইতে থাকে।
  3. এরপর এই তরল প্রথমে ইঞ্জেকশন নলে ইঞ্জেকশন প্রান্তে এসে পৌছায়। এর প্রধান মুখে একটি স্টক থাকে। এই স্টকের কাজ হল, যে বস্ত্তটি তৈরি করা হবে তার আকার দেয়া হয়।
  4. স্টকে ছোট ছোট ছিদ্রপথ থাকে। এগুলোকে গ্রেডস বলে। এই গ্রেডস এর বিভিন্ন ছিদ্র পথে ছাঁচে গরম তরল প্লাস্টিক ভরে যায়।
  5. ছাঁচগুলোকে পানি দিয়ে ঠান্ডা রাখতে হবে। মনে রাখতে হবে প্লাস্টিক যত তাড়াতাড়ি ছাঁচের ভিতর গিয়ে ঢুকবে ততই ভালো। বেশি দেরী হলে তরল প্লাস্টিক গ্রেডসে জমে যেতে পারে। তখন প্লাস্টিক ছাঁচে পৌছানোর পথে বাঁধা দেয়। এজন্য যতক্ষণ না প্লাস্টিক ছাঁচের মধ্যে পৌছাবে ততক্ষণ পিস্টনকে চাপের মধ্যে রাখতে হবে।
  6. ঠান্ডা হওয়ার পর ছাঁচটি খুলে প্লাস্টিকের খেলনাটি বের করে আনতে হবে।
  • সাবধানতা
প্লাস্টিকের খেলনা তৈরি করতে হলে কিছু ব্যপারে সাবধান থাকতে হবে-
  1. মেশিনে দানা ঢালার সময় সাবধান থাকতে হবে যেন সেগুলো নাকে মুখে না লাগে। এজন্য নাকে মুখে মাস্ক এবং হাতে গ্লাভস্ বা দস্তানা ব্যবহার করা উচিত।
  2. যন্ত্রপাতি ব্যবহারের সময় অনেক ধরণের দূর্ঘটনা ঘটতে পারে সেজন্য সাবধান থাকতে হবে।
  3. গলানো প্লাস্টিক যত দ্রুত সম্ভব ছাঁচের মধ্যে দিতে হবে কারণ দেরী হলে মেশিনের মধ্যেই প্লাস্টিক জমে যেতে পারে।
  4. দানা গলানোর ক্ষেত্রে যে তাপ দেয়া হয় তা নির্দিষ্ট মাত্রায় হতে হবে। কমবেশী হলে সঠিক জিনিস তৈরিতে সমস্যা হবে।
আনুমানিক আয় ও লাভের পরিমাণ
  • খরচ
স্থায়ী যন্ত্রপাতির অবচয় (ক্ষতি) বাবদ খরচ
১০-১৫ টাকা
কাঁচামাল বাবদ খরচ
১১১০০-১১৫০০ টাকা
ঘর ভাড়া বাবদ খরচ
৪০০০-৪৫০০ টাকা
বিদ্যুৎ ও অন্যান্য
১৫০০-১৬০০ টাকা
                                মোট= ১৬৬১০-১৭৬১৫ টাক



৫টি মন্তব্য:

  1. প্লাস্টিকের মগ থেকে ছোট ছোট আসবাবপত্র বানানোর মেশিনের দাম কতো পরবে।

    আর আপনার জানা থাকলে জানাবেন

    উত্তরমুছুন
  2. এর চেয়ে ছোট মেশিনের দাম কত পরবে জানাবেন।

    উত্তরমুছুন
  3. খেলনা তৈরির খারখানায় যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট নাম্বার চাই ।

    উত্তরমুছুন
  4. খেলনা তৈরির কারখানায় প্রশিক্ষন নিতে চাই।কারখানার ফোন নাম্বার দিলে উৎকৃষ্টতর হতাম।

    উত্তরমুছুন
  5. আমি খেলনার কোম্পানি খুলতে চাই বিস্তারিত জানাবেন কেউ

    উত্তরমুছুন