শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

ছোট ব্যবসার ধারনা/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/চিনির বিকল্প স্টেভিয়ার চাষ


চিনির বিকল্প স্টেভিয়ার চাষ

Image result for চিনির বিকল্প স্টেভিয়ার চাষ

 পুঁজি:২০০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত
সম্ভাব্য লাভ:
এক একর জমিতে স্টেভিয়াা চাষ করে বছরে ৪ লাখ টাকা আয় করা সম্ভব ।
সুবিধা:
স্টেভিয়ার  এমন এক ধরনের গাছ যা চিনির বিকল্প হিসাবে ব্যবহার করা যায়। গাছের পাতাকেই চিনির বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। তবে ইচ্ছে করলে পাতা গুড়া করে বা পেষ্ট করেও ব্যবহার করা যায়। 
প্রস্তুত প্রণালি:
স্টেভিয়া গাছ উঁচু দো-আঁশ ও বেলে দো-আঁশ  মাটিতে ভালো হয়। চারা বপনের আগে ৪/৫ বার চাষ এবং মই দিয়ে  মাটি ঝুরঝুরা ও জমি সমান করে নিতে হবে। মূল জমিতে রোপণ করার আগে স্টেভিয়ার বীজ থেকে চারা গজিয়ে নেওয়া ভালো। টিস্যু কালচার এর চারা দিয়েও  চাষ করা যায়। গাছের কাটিং বা শাখা কলম থেকেও চাষ করা যায়।  একটি চারা থেকে আর একটি চারার দূরত্ব ৬-৭ ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব ১৮-২০ ইঞ্চি হলে ভালো হয়। গোবর ও খৈল সার হিসাবে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। রোপণ করার পর স্টেভিয়ার ক্ষেতে বারবার সেচ দিতে হবে। শুকনো মৌসুমে একদিন পর পর সেচ দিতে হবে। গাছে লক্ষ্য রাখতে হবে যাতে পানি জমে না থাকে। গাছ রোপনের ৬ মাস পর থেকেই পাতা তোলা যায়। একটি গাছ বহু বছর বাঁচে।
বাজারজাতক
রণ:
দেশের চিনির বাজারে বিক্রয় করে বিদেশেও রপ্তানি করা সম্ভব ।
Image result for চিনির বিকল্প স্টেভিয়ার চাষ
যোগ্যতা:
চাষ পদ্ধতি জেনে নেয়া প্রয়োজন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন