কৃষিজমিতে সেচ দেওয়ার ব্যবসা | |
সম্ভাব্য পুঁজি: | ১০০০০০ - ৫০০০০০ টাকা পর্যন্ত |
সম্ভাব্য লাভ: |
নির্দিষ্ট করে লাভ বলা যায় না। তবে এক একর জমিতে গড়ে ৬০ মণ ধান উৎপন্ন হলে শতকরা ২৫ ভাগ পায় সেচ মালিক। একজন শ্রমিক ১৫ একর জমিতে সেচ দিতে পারবে। তাহলে পারিশ্রমিক পাবে ২২৫ মণ ধান। এক মন ধানের দাম ২৫০ টাকা ধরলে ৬০ মণ ধানের দাম হয় ৫৬ হাজার ২৫০ টাকা। এক একর জমিতে সেচ দিতে খরচ হয় ৭ থেকে ৮ হাজার টাকা। পাশাপাশি ধানের খড় বিক্রি করেও ভালো লাভ পাওয়া যায়।
|
প্রস্তুত প্রণালি: |
নদী, খাল বা মাটির নিচ থেকে পানি উত্তোলন করে সেচের মাধ্যমে কৃষকের কাছে বিক্রি করা হয়।
পানির বিনিময়ে ফসলের শেয়ার: পানির বদলে ফসলের পরিমাণ এলাকাভিত্তিক আলাদা হয় সাধারণত এলএলপি ডিজেল/ইলেকট্রিক মোটরের জন্য ২৫ থেকে ৩০ পারসেন্ট, এসটিডাব্লিউ ডিজেল ইঞ্জিন/ ইলেকট্রিক ইঞ্জিনের ক্ষেত্রে ২৫ থেকে ৩৫ পারসেন্ট পর্যন্ত পাওয়া যায়। |
যোগ্যতা: |
ইঞ্জিন সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। ইঞ্জিনের ছোটখাটো পার্টস মেরামত করার দক্ষতা থাকা দরকার।
|
শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮
কৃষিজমিতে সেচ দেওয়ার ব্যবসা/ছোট ব্যবসার ধারনা/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/idea box
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন