রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

অর্কিড ফুল চাষ/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/idea box


অর্কিড ফুল চাষ

সম্ভাব্য পুঁজি:১০০০০০ টাকা থেকে ২০০০০০ টাকা পর্যন্ত
Image result for অর্কিড ফুল চাষ
সম্ভাব্য লাভ:
বিঘাপ্রতি প্রথম বছরে ৩০ হাজার ফুল, দ্বিতীয় বছরে ৬০ হাজার এবং তৃতীয় বছরে ৯০ হাজার ফুল উৎপাদিত হয়। বছরে ৩ থেকে ৫ লাখ টাকা আয় করা সম্ভব। যদিও ফুলের দাম ওঠানামা করে।
প্রস্তুত প্রণালি:
প্রখর সূর্যের আলোয় অর্কিড ভালো হয় না। বাণিজ্যিক ভিত্তিতে চাষের জন্য জমিতে শেডনেট দিয়ে ছায়ার ব্যবস্থা করতে হবে, যেন ৪০-৬০ ভাগ সূর্যের আলো প্রবেশ করতে পারে। এবার পচা গোবর বা কম্পোস্ট সার, নারকেলের ছোবরা, ধানের তুষ ও বেলে দোআঁশ মাটির সমপরিমাণ মিশ্রণের মাধ্যমে খেত তৈরি করতে হবে। এরপর সাকার বা টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত চারা লাগাতে হবে। চারা লাগানোর সময় সারি থেকে সারি ৩৫ সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে ২৫ সেন্টিমিটার। এরপর সপ্তাহে এক-দুই দিন ইউরিয়া টিএসপি ও এমপি মিশ্র সার পানিতে গুলিয়ে গাছে ¯েপ্র করতে হবে।
Image result for অর্কিড ফুল চাষ
বাজারজাত
করণ:

ঢাকাসহ সব বিভাগীয় শহরে ফুল সরবরাহ করা যায়।
Image result for অর্কিড ফুল চাষ
যোগ্যতা:
অর্কিড ফুল চাষ সম্পর্কে ধারণা থাকতে হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন