শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

ইলেকট্রিক বাল্ব তৈরি/ছোট ব্যবসার ধারনা/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/


ইলেকট্রিক বাল্ব তৈরি

সম্ভাব্য পুঁজি:৮০০০০০০ টাকা থেকে ১০০০০০০০ টাকা পর্যন্ত
সম্ভাব্য লাভ:
মাসে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা আয় করা সম্ভব।
Image result for ইলেকট্রিক বাল্ব তৈরি
প্রস্তুত প্রণালি:
এটি অনেকটাই মেশিন-নির্ভর প্রতিষ্ঠান। প্রথমে কাচের বাল্বের কাঠামোতে টাংস্টেন ফিলামেন্ট বসিয়ে তাতে বায়ুশূন্য অবস্থায় আর্গন ও নিয়ন গ্যাস ভরে বাল্বের নিচের অংশে স্ক্রুযুক্ত ক্যাপ আটকে দিতে হয়। এরপর প্যাকেজিং মেশিনের মাধ্যমে প্যাকেট করে বিক্রির জন্য প্রস্তুত করা হয়।

Image result for ইলেকট্রিক বাল্ব তৈরি
বাজারজাত
করণ:
বিদ্যুৎসংযোগ আছে, এমন বাড়ি বা প্রতিষ্ঠানের মানুষই এর ভোক্তা। বিভিন্ন লাইটের দোকান, স্টেশনারি কিংবা মুদি দোকানে এ পণ্যে সরবরাহ করা যায়।
যোগ্যতা:
দক্ষ শ্রমিক নিয়োগ দিতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন