শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

ছোট ব্যবসার ধারনা/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/টি-শার্ট ডিজাইন করা

টি-শার্ট ডিজাইন করা

                                                       






সম্ভাব্য পুঁজি:২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত
সম্ভাব্য লাভ:
মাসে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা আয় করা সম্ভব।Image result for টি-শার্ট ডিজাইন করা
প্রস্তুত প্রণালি:
Image result for টি-শার্ট ডিজাইন করা
পাইকারি দরে সাদা টি-শার্ট কিনে তাতে পছন্দ অনুযায়ী ডিজাইন করা। রঙের সঙ্গে অ্যামবুশ করতে চাইলে কেমিক্যালের সঙ্গে অ্যামবুশ পাউডার মিশিয়ে নিতে হবে। পছন্দ অনুযায়ী টি-শার্টে বিভিন্ন ডিজাইন করে বিক্রি করা যাবে পোশাক বিক্রির যেকোনো দোকানে।
বাজারজাত
করণ:
যেকোনো বয়সের ছেলেরা এই টি-শার্টের প্রধান ক্রেতা। মেয়েরাও এখন টি-শার্ট পরে। অন্যের দোকানে সরবরাহ করার পাশাপাশি নিজেও শো-রুম দেওয়ার সুযোগ রয়েছে।
Image result for টি-শার্ট ডিজাইন করা
যোগ্যতা:
এ ব্যবসায় ভালো করার জন্য সৃজনশীলতা প্রয়োজন। আঁকার হাত থাকলে তো আরো ভালো। ক্রেতার চাহিদা ও পছন্দ বুঝে ডিজাইন করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন