শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

ইলেকট্রনিকস পণ্যের সারাইখানা/ছোট ব্যবসার ধারনা/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/


ইলেকট্রনিকস পণ্যের সারাইখানা

সম্ভাব্য পুঁজি:২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত
সম্ভাব্য লাভ:
মাসে ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা।

Image result for ইলেকট্রনিক্স পার্টস
প্রস্তুত প্রণালি:
প্রথমে নিত্যপ্রয়োজনীয় ছোটখাটো জিনিসের মোটর, কমপ্রেশার, লুজ কানেকশন ও পার্টসপাতি বদলের কাজ করা যায়। গ্রাহকের আস্থা জš§ালে, পরে বড় কাজ পাওয়া যাবে। সাধারণত টিভি, রেফ্রিজারেটর, ডিভিডি, রেডিও, সার্জার লাইট, সিলিং ফ্যান, টেবিল ফ্যানের কাজ বেশি থাকে। সমস্যা বুঝে সমাধান দিতে হয়।

Image result for ইলেকট্রনিক্স পার্টস 
বাজারজাত
করণ:
যেকোনো বিদ্যুৎচালিত যন্ত্র ব্যবহারকারীই এর ভোক্তা হতে পারেন। পণ্যভেদে সার্ভিসিংয়ের বিল নির্ধারণ করা হয়।
যোগ্যতা:
প্রশিক্ষণ প্রয়োজন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন