শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

ছোট ব্যবসার ধারনা/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/ ফুল, ফল, কাঠ ও ঔষধী গাছের চাষ


ফুল, ফল, কাঠ ও ঔষধী Image result for ফুল, ফল, কাঠ ও ঔষধী গাছের চাষগাছের চাষ

সম্ভাব্য পুঁজি:৫০০০০ টাকা থেকে ২০০০০০ টাকা পর্যন্ত
সম্ভাব্য লাভ:
মাসে ১০ থেকে ২৫ হাজার টাকা আয় করা সম্ভব।
সুবিধা:
গ্রামাঞ্চলে কৃষি জমিতে বাণিজ্যিকভাবে নার্সারী করা যায় তেমনি শহরে বাড়ির ছাদেও নার্সারী করা যায়।
প্রস্তুত প্রণালি:
দেড় থেকে দুই বিঘা পরিমান উঁচু জমি। বেলে দোআঁশ মাটি সব ধরনণের গাছ উৎপাদনের উপযোগী বলে এমন মাটি আছে সেই জায়গা নির্বাচন করতে হবে। জমিতে সেচ দেবার ব্যবস্থা রাখতে হবে। দুই বিঘা জমি কে চাষের উপযোগী করতে তিন থেকে চার ট্রাক পরিমাণ মাটির সাথে এ ট্রাক পরিমাণ গোবর মিশিয়ে পরিথিন দিয়ে ঢেকে রাখতে হবে এক মাস। অন্য জায়গায় ভালো জাতের মাতৃগাছ নির্বাচন করে টবে কিংবা মাটিতে আলাদা করে রোপন করতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী গ্রাফটিং, কাটিং বা লেয়ারিং করে চারা উৎপাদন করতে হবে। উৎপাদিত চারা পরিথিন বা টবে রাখতে হবে।
বাজারজাতকরণ:
গাছ লাগানোর জন্য গ্রাম শহর সব জায়গার মানুষই এখন সচেতন। এছাড়া সৌখিন মানুষ বাড়ির বারান্দা কিংবা অফিসের সৌন্দর্য আনতে গাছের চাষ করেন। তাই এর চাহিদা সবত্র। ক্রেতা নিজেই পণ্য নিতে নার্সারীতে আসেন। তবে ভ্যাণ গাড়িতে করে ফেরি কওে গাছের চারা বিক্রি করা যায়।
যোগ্যতা:
প্রশিক্ষন নিতে পারলে ভালো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন