কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হোস্টেল ব্যবসা | |
সম্ভাব্য পুঁজি: | ২০০০০০ টাকা থেকে ৫০০০০০ টাকা পর্যন্ত |
সম্ভাব্য লাভ: |
মাসে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।
|
প্রস্তুত প্রণালি: |
প্রথমেই হোস্টেলের জন্য বাড়ি নির্বাচন করতে হবে। কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান এলাকার আশপাশে এ ব্যবসা জমজমাট হয়। বাড়ি ভাড়া করা হলে এবার হোস্টেল সাজাতে হবে। সাধারণ একটি ঘরে তিন-চারজন থাকার ব্যবস্থা করা হয়। সে ক্ষেত্রে প্রত্যেকের জন্য একটি খাট ও একটি কেবিনেট পড়ার টেবিলের ব্যবস্থা করতে হবে। এ ধরনের হোস্টেল-ব্যবস্থাপনার জন্য দু-তিনজন লোক হলেই চলবে। এ ছাড়া একজন নিরাপত্তাকর্মী এবং কিচেনে একজন বাবুর্চি ও দুজন সহকারী নিয়োগ দিতে হবে। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পোস্টার ও হ্যান্ডবিল বিলি করে ব্যবসা শুরু করা যেতে পারে।
|
বাজারজাতকরণ: |
কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মজীবী নারীরা এসব হোস্টেলের ভোক্তা।
। |
যোগ্যতা: |
হোস্টেল পরিচালনায় নীতিমালা তৈরি করতে হবে এবং সে অনুযায়ী দক্ষতার সঙ্গে পরিচালনা করতে হবে।
|
রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
হোস্টেল ব্যবসা/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/idea box
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন