জারবেরা চাষ | |
সম্ভাব্য পুঁজি: | ১৫০০০০০ টাকা থেকে ২০০০০০০ টাকা পর্যন্ত |
সম্ভাব্য লাভ: |
প্রতিটি জারবেরা ফুলের দাম ৩০ থেকে ৫০ টাকা । মাসে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় করা সম্ভব ।
|
সুবিধা: |
একটি গাছ থেকে প্রায় ৬০ থেকে ৭০ টি ফুল পাওয়া যায়। জারবেরা বিদেশি ফুল হলেও দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে।
|
প্রস্তুত প্রণালি: |
সারা দেশে কাটফ্লাওয়ার হিসেবে জারবেরা ফুলের প্রচুর চাহিদা রয়েছে। জারবেরার চাষের জন্য জমি প্রস্তুত করে নিতে হয়। একটু উচু জমি জারবেরা চাষের জন্য ভালো। নিয়ম করে গাছ পরিস্কার, পানি ও সার দিতে হয়। একটি গাছ ৫ থেকে ৬ বছর বেঁচে থাকে। জারবেরা ফুলটি বহু বর্ষজীবী। এটি দেখতে সূর্যমুখী ফুলের মতো আর এর পাতা অনেকটা পালং শাকের পাতার মতো। বিশ্বে ৩০ ধরনের জারবেরা ফুল পাওয়া যায়। এর মধ্যে রয়েছেথ লাল, হলুদ, কমলা, সাদা, গোলাপি, বেগুনি রঙের আকর্ষণীয় ফুল।
|
বাজারজাতকরণ: |
বিয়ে, গায়ে হলুদ, নববর্ষসহ যে কোনো বড় বড় অনুষ্ঠানে এ ফুলের কদর বাড়ছে। দেশের ফুলের বাজারে জারবেরার যথেষ্ট চাহিদা রয়েছে।
|
যোগ্যতা: |
জারবেরার চাষ পদ্ধতি জেনে নিতে হবে।
|
রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
জারবেরা চাষ/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/idea box
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন