চায়নিজ রেস্টুরেন্ট ব্যবসা | |
সম্ভাব্য পুঁজি: | ১৫০০০০০ টাকা থেকে ২৫০০০০০ টাকা পর্যন্ত |
সম্ভাব্য লাভ: |
মাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা আয় করা সম্ভব।
|
সুবিধা: |
একবার বিনিয়োগ করার পর বড় কোনো খরচ হয় না। এর চাহিদা সারা বছর সমান থাকে। খাবারে ভিন্ন স্বাদ পেতে চায়নিজ রেস্টুরেন্ট এখন পছন্দের তালিকায় প্রথম।
|
প্রস্তুত প্রণালি: |
প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের পর কমপক্ষে ১৫০০ বর্গফুট জায়গা নিয়ে রেস্টুরেন্ট করতে হবে। রেস্টুরেন্টের ভেতরের পরিবেশ খোলামেলা ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হওয়া উচিত। অবশ্যই কোনো ইনটেরিয়র ডিজাইনারকে দিয়ে ডিজাইন করাতে হবে। বিভিন্ন ধরনের হালকা আলো দিয়ে রেস্টুরেন্টকে আকর্ষণীয় করতে হবে। শীতাতপ নিয়ন্ত্রণের পাশাপাশি বাচ্চাদের খেলার জন্য আলাদা কর্নার রাখতে হবে। আকর্ষণীয় পর্দা ও চেয়ার টেবিল কভারও জরুরি। সবকিছু ঠিকঠাক সম্পন্ন হলে দক্ষ প্রশিক্ষিত শেফ ও ওয়েটার নিয়োগ দিয়ে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করতে হবে।
|
বাজারজাতকরণ: |
উচ্চবিত্ত মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষই এখন চায়নিজ রেস্টুরেন্টে খেতে আসে। তা ছাড়া বিয়ে, জন্মদিনসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চাইনিজ রেস্টুরেন্টের চাহিদা ব্যাপক।
। |
যোগ্যতা: |
বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই। দক্ষ শেফসহ প্রশিক্ষণপ্রাপ্ত জনবল নিয়োগ দিয়ে ব্যবসা চালানো যায়।
|
শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮
চায়নিজ রেস্টুরেন্ট ব্যবসা/ছোট ব্যবসার ধারনা/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন