লেয়ার মুরগি পালন | |
সম্ভাব্য পুঁজি: | ২০০০০০ টাকা থেকে ৩০০০০০ টাকা পর্যন্ত |
সম্ভাব্য লাভ: |
এক সিজনে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা আয় করা সম্ভব।
|
প্রস্তুত প্রণালি: |
উঁচু জমিতে ঘর তৈরি করে মেঝেতে ৩ ইঞ্চি পুরু তুষ বিছিয়ে বিছানা তৈরি করতে হবে। এক দিনের বাচ্চা পালনের জন্য ঘরের এক কোনায় গার্ডার দিয়ে ঘের তৈরি করে বাচ্চার গা গরম রাখতে ব্র“ডারের ব্যবস্থা করতে হবে। বাচ্চা বড় হলে গার্ডার সম্প্রসারণও বড় করতে হবে। পাঁচ মাস বয়স হলে মুরগির খাবার ১২০ থেকে ১৩০ গ্রামের বেশি দেওয়া যাবে না। পাঁচ মাস বয়সী বাচ্চার জন্য সব সময় লাইটিং রাখতে হবে। নিয়মিত ভ্যাকসিন দিতে হবে। পাঁচ মাস পর থেকে মুরগি ডিম পাড়া শুরু করবে। একটানা ১২ মাস ডিম দেওয়ার পর মুরগি বিক্রি করে দিতে হবে।
|
বাজারজাত করণ : | ডিম ও মুরগি বিক্রি করার জন্য স্থানীয় বাজারে দোকান আছে। |
যোগ্যতা: |
লেয়ার পালনে প্রশিক্ষণ নিতে হবে।
|
শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮
ছোট ব্যবসার ধারনা/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/লেয়ার মুরগি পালন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন