পুরানো টায়ার থেকে নাইলন সুতা ও দড়ি তৈরী। | |
সম্ভাব্য পুঁজি: | ৫০০০০ টাকা থেকে ২০০০০০ টাকা পর্যন্ত |
সম্ভাব্য লাভ: |
মাসে ৩০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব।
|
সুবিধা: |
টায়ার কর্ড থেকে প্রাপ্ত সুতা দেশে তৈরি এবং আমদানিকৃত অন্যান্য সুতার চেয়ে টেকসই তাই চাহিদা বেশি।
|
প্রস্তুত প্রণালি: |
প্রথমেই কারখানার জন্য জায়গা লাগবে। সুতা ও দড়ি তৈরি করতে লাগবে চরকা। প্রথমে পরিত্যক্ত টায়ার কর্ডের নেট খুলে সুতা বের করতে হবে। এরপর সুতা জোড়া দিয়ে চরকা ঘুরিয়ে দড়ি তৈরি হয়। এ চরকা থেকে পাওয়া ৬, ৭, ৮, ৯, ১০ গ্রেডের সুতা, যা মানসম্মত ও রফতানিযোগ্য।
|
বাজারজাত করণ: |
জাল তৈরি করা, মাছধরা ট্রলার ও জাহাজগুলোও এ দড়ির ভোক্তা।
। |
যোগ্যতা: |
বিশেষ কোন যোগ্যতার প্রয়োজন নেই। দু এক দিন দেখেই কাজটা করা যায়।
|
শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮
পুরানো টায়ার থেকে নাইলন সুতা ও দড়ি তৈরী/ছোট ব্যবসার ধারনা/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/idea box
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন