মোবাইলে গান, গেমস, ছবি ও নানা রকম সফটওয়ার ডাউনলোড | |
সম্ভাব্য পুঁজি: | ৫০০০০ টাকা থেকে ১০০০০০ টাকা পর্যন্ত |
সম্ভাব্য লাভ: |
মাসে ১০ থেকে ২০ হাজার টাকা আয় করা সম্ভব।
|
প্রস্তুত প্রণালি: |
বড় মার্কেটের সিঁড়িঘরে ছোট্ট একটু জায়গা নিয়েই এই ব্যবসা করা যায়। শুধু নিজে বসা আর একটি কম্পিউটার রাখার জন্য জায়গা হলেই হবে। গ্রাহকের চাহিদা অনুযায়ী গান, রিংটোন, গেমস বা সফটওয়্যার ডাউনলোড করতে হয়। ইন্টারনেট থেকে গান, সফটওয়ার ডাউনলোড করে কম্পিউটারে সংরক্ষণ করতে হবে। গ্রাহকের চাহিদা অনুযায়ী তার মোবাইল ফোনে ডাউনলোড করে দিতে হবে।
|
বাজারজাত করণ: |
যেকোনো বয়সী মানুষই এর ভোক্তা। সাধারণত ১০০টি গান ডাউনলোড করতে ৫০ টাকা পাওয়া যায়। ৫০টি গান ডাউনলোড করতে পাঁচ মিনিট সময় লাগে।
|
যোগ্যতা: |
ইন্টারনেটে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করা জানতে হবে।
|
শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮
মোবাইলে গান, গেমস, ছবি ও নানা রকম সফটওয়ার ডাউনলোড/ছোট ব্যবসার ধারনা/পার্ট-টাইম-ব্যবসা-ধারনা/
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন